ঢাকা | |

ফের আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশি আম্পায়ার সৈকত

২০২৫-২৬ আসরের এলিট আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
  • আপলোড সময় : ২৭ মার্চ ২০২৫, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ২৭ মার্চ ২০২৫, দুপুর ২:৫২ সময়
ফের আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশি আম্পায়ার সৈকত ছবি : সংগৃহীত
২০২৫-২৬ আসরের এলিট আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এছাড়া বাদ পড়েছেন আগের দুই জন আম্পায়ার। 

অন্যদিকে নতুন করে যুক্ত হয়েছেন আরও দুই জন আম্পায়ার। তারা হলেন দক্ষিণ আফ্রিকার আলাহুদ্দিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। আর তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

পালেকার ও ওয়ার্ফ উভয়েই সাবেক ক্রিকেটার এবং ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে পরিচিত। আইসিসি চেয়ারম্যান জয় শাহ নতুন তালিকা প্রকাশ করে বলেন, 'আমি ২০২৫-২৬ সালের এলিট আম্পায়ার্স প্যানেল ঘোষণা করতে পেরে আনন্দিত।' পাশাপাশি তিনি বাদ পড়া আম্পায়ারদের অবদানের জন্য ধন্যবাদ জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা

হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা