ঢাকা | |

কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিশেষ দূতের বৈঠক

চলমান বৈরিতার মধ্যে শনিবার কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ
  • আপলোড সময় : ২৩ মার্চ ২০২৫, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২৩ মার্চ ২০২৫, সকাল ৯:৪২ সময়
কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের বিশেষ দূতের বৈঠক ছবি : সংগৃহীত
চলমান বৈরিতার মধ্যে শনিবার কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মোত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরওয়াই নিউজ।  

বৈঠকে আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ উচ্চপর্যায়ের সংলাপ ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হন।  

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক জানান, তিনি আফগানিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও পারস্পরিক উপকারী সম্পর্ক বজায় রাখার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।  

আফগান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি বলেছেন, বাণিজ্য ও ট্রানজিটের বাধা উভয় দেশের জন্যই ক্ষতিকর এবং অপ্রাসঙ্গিক ইস্যুগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করা উচিত নয়। এছাড়া আফগান শরণার্থীদের সম্মানজনক ও ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়টিও আলোচনায় আসে।  

পাকিস্তানের বিশেষ দূত আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে বলেন, এটি পাকিস্তান ও গোটা অঞ্চলের স্বার্থের সঙ্গে জড়িত। তিনি আফগান নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন বলে আফগান গণমাধ্যম জানিয়েছে।  

এছাড়াও রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজির সঙ্গেও বৈঠক করেন।  

এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, ট্রানজিট ও সংযুক্তি বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক বাণিজ্যের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর মাধ্যমে উভয় দেশের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে দুই পক্ষ সম্মত হন।  

রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

উল্লেখযোগ্যভাবে, রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের নির্দেশে এই সফর করছেন।  

এর আগে, জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুনির আকরাম বিশ্ব সম্প্রদায়কে আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।  

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আফগানিস্তান বিষয়ক ব্রিফিংয়ে মুনির আকরাম বলেন, আফগান অন্তর্বর্তীকালীন সরকার দেশটিতে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তিনি বিশেষভাবে আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) উপস্থিতির কথা তুলে ধরেন।  

তিনি আরও বলেন, আফগানিস্তান থেকে প্রায় ৬,০০০ টিটিপি জঙ্গি পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে হামলা চালিয়ে যাচ্ছে এবং তারা সেখানে নিরাপদ আশ্রয় পাচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা

হামাসের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, যা নিয়ে আলোচনা