ঢাকা | |

ছিনতাইকারী সন্দেহে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বুধবার
  • আপলোড সময় : ১৩ মার্চ ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ১৩ মার্চ ২০২৫, সকাল ৯:১২ সময়
ছিনতাইকারী সন্দেহে দুই হাত বেঁধে গাছে ঝুলিয়ে নির্যাতন ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বুধবার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।  

নির্যাতনের দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত দড়ি দিয়ে বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় কয়েকজন যুবক তাকে লাথি, ঘুষি এবং রড দিয়ে মারধর করছে। ঘটনাস্থলে থাকা অনেকেই তা মোবাইল ফোনে ধারণ করেন।  

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশে চায়ের দোকান চালানো আজাদ মিয়া জানান, ‘ছিনতাইকারী বলে এক ছেলেকে ধরে শহীদ মিনারে নিয়ে আসা হয়। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।’  

স্থানীয় দোকানিরা জানান, শহীদ মিনার এলাকায় প্রায়ই চোর বা ছিনতাইকারী সন্দেহে মারধরের ঘটনা ঘটে। এ ছাড়া, কিশোর-তরুণদের মধ্যে মারামারির ঘটনাও নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগেও ৯ মার্চ শহীদ মিনারের পাশের ভাষা সৈনিক সড়কে তর্ক-বিতর্কের জেরে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।  

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, পুলিশ দেরিতে ঘটনাটি সম্পর্কে জানতে পারে। ভুক্তভোগী যুবক ও নির্যাতনে জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি