ঢাকা | |

বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তানের সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চার শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। হামলার পর যাত্রীদের জিম্মি করা
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তানের সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ছবি : সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চার শতাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে। হামলার পর যাত্রীদের জিম্মি করা হলেও নিরাপত্তা বাহিনীর অভিযানে শিশু-নারীসহ দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী বালুচ লিবারেশন আর্মির (বিএলএ) কমপক্ষে ২৭ সদস্য নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেসে হামলা চালায় সন্ত্রাসীরা। ট্রেনে হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ফলে বেলুচিস্তানে এবং সেখান থেকে অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

নিরাপত্তা সূত্র জানায়, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল। হামলার পর পাকিস্তান রেলওয়ে (পিআর) সিন্ধু ও পাঞ্জাব থেকে বেলুচিস্তানগামী সব ট্রেনের চলাচল স্থগিত করে।

পাকিস্তান রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আমির আলী বালুচ জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। 

তিনি আরও বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, তবে ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি এখনই জানানো সম্ভব নয়।

হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে লাহোর থেকে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেস (ডাউন) ট্রেনটি কোয়েটার দিকে না গিয়ে সুক্কুর/রোহরিতে যাত্রা শেষ করবে। 

লাহোরের ডেপুটি স্টেশন ম্যানেজার মুহাম্মদ আসিফ জানিয়েছেন, নিরাপত্তার কারণে শাহ হুসেন এক্সপ্রেস ও পাক বিজনেস ট্রেনসহ দুটি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের বিকল্প ট্রেনে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে রেলওয়ে দলগুলো সিবি থেকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের যেখানে হামলাটি ঘটেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি