ঢাকা | |

৩ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ তিনদিন পর দেশে ফেরত
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৫, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৫, দুপুর ১২:২৩ সময়
৩ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ ছবি : সংগৃহীত
পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ তিনদিন পর দেশে ফেরত পাঠানো হয়েছে।  

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর, বুধবার (১২ মার্চ) সকালে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, কূটনৈতিক যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে, আইনি প্রক্রিয়া শেষে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ মরদেহ তেঁতুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে।  

মরদেহ হস্তান্তরের সময় ভারতের রাজগঞ্জ থানার পরিদর্শক অনুপম মজুমদার এবং তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই মোস্তফা কামাল মরদেহ গ্রহণ করেন।  

এর আগে, ৮ মার্চ (শনিবার) ভোরে পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় ইউনিয়নের সুইডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন।  

নিহতের পরিবার ও বিজিবি সূত্রে জানা যায়, ভিতরগড় সীমান্তের ৭৪৪/৭ এস নম্বর পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় ভারতীয় ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে গুলি করেন। পরে, বিএসএফ মরদেহ নিয়ে যায়।  

আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুরুজ আলী। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ