ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিস জানান, সকাল ৭ টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। সকাল ৮টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।