ঢাকা | |

রোজায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতেন অনন্ত জলিল

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ব্যবসায় সফলতার পর শোবিজ অঙ্গনে এসে ব্যাপক আলোচিত এক নাম
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
রোজায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতেন অনন্ত জলিল ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ব্যবসায় সফলতার পর শোবিজ অঙ্গনে এসে ব্যাপক আলোচিত এক নাম হয়ে উঠেন। তার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। ব্যয়বহুল সিনেমা তৈরিতেও নজির গড়েছেন তিনি।

তবে সিনেমার পর্দায় যতটা আলোচিত এ নায়ক, ব্যক্তি জীবনেও বিভিন্ন সময় শিরোনামে উঠে আসেন নিজের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে।
 
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন অনন্ত জলিল। সেখানে বিভিন্ন প্রশ্নের মাঝে উঠে আসে রোজার প্রসঙ্গ। অভিনেতাকে প্রশ্ন করা হয় ছোটবেলায় রোজার কোনো স্মৃতি মনে পড়ে কিনা।

উত্তরে জলিল জানান, রোজায় ছোটবেলায় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতেন তিনি। জলিল বলেন, ‘ছোটবেলায় রোজায় অনেক সময় পানিতে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতাম। মানে এরকম থাকতাম আর কি যে গলা শুকিয়ে গেলে গোসল করতাম। তখন পানি খেতাম আর ভাবতাম এটা তো আল্লাহ দেখবে না। এটা মনে পড়ে আর কি।’
 
এর আগে একবার রোজা রেখে কেক খেয়ে ফেলেছিলেন অনন্ত জলিল। সেই ভিডিও প্রতি রোজায় নতুন করে ভাইরাল হয়। সেই ভিডিওটি প্রসঙ্গে জলিল বলেন, ‘এটা আসলে ইকবাল ভাই, কিল হিমের পরিচালক। এটা আসলে আফসোস লাগে যে তিনিও দিয়ে দিলেন আমিও মুখে নিয়ে ফেললাম। তবে ভাল হয়েছে যে আমার মনে ছিল যে আমি রোজা ছিলাম।’

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল ২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে রুপালি জগতে আসেন। এরপর একে একে করেছেন বেশ কিছু সিনেমা। এক যুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে আছেন অনন্ত জলিল। এ অভিনেতাকে বেশির ভাগ সময় দেখা গেছে অ্যাকশন অবতারে। তার স্ত্রী বর্ষাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তার সঙ্গে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ