ঢাকা | |

বনানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৫, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৫, দুপুর ১০:১১ সময়
বনানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ছবি : সংগৃহীত
রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে একজন নারী পোশাকশ্রমিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে বনানী ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে।

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বনানীতে সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে, কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে গার্মেন্টসকর্মীরা সড়ক অবরোধ করেছেন। ইনকামিং ও আউটগোইং উভয় দিকের রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তারা যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, যান চলাচল সচল রাখতে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দেওয়া হয়েছে। গুলশান-২, গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং এবং একই পথে আউটগোয়িং চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি