ঢাকা | |

শেরপুরে বিস্কুট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরের নকলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চান
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৫, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৫, দুপুর ২:২৪ সময়
শেরপুরে বিস্কুট দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার ছবি : সংগৃহীত
শেরপুরের নকলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চান মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার চান মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নকলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এসময় বৃদ্ধ চান মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চান মিয়া পালিয়ে যান। এ ঘটনায় রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে চান মিয়াকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত চান মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি