পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি আলামিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছে।শনিবার ভোরে সদর উপজেলার কাজীরহাট উত্তর তালমা এলাকার সীমান্ত ভারত রাজগঞ্জের খালপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত আলামিন হারিভাষা জিন্নাতপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।
বাংলাদেশ বর্ড়ার গার্ড (বিজিবি) ভিতরগড় বিওপি থেকে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে,চোরাকারবারিরা আগে থেকে ভারতে অবস্থান করছিল।তারকাটা কেটে বাংলাদেশে আসার সময় তাকে গুলি করা হয়েছে।বিএসএফের সাথে কথা হয়েছে, তারা বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে লাশ পাঠানোর কথা জানিয়েছেন।