কক্সবাজার সেন্টমার্টিন থেকে এলাকার নাফ নদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্ন বাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি বাংলাদেশী ১১ জেলে ও দু’টি ট্রলার অপহরণ করে নিয়ে গেছে। দুদিন পার হলেও এখনো উদ্ধার হয়নি জেলেরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালের দিকে কক্সবাজারের টেকনাফের নৌ-ঘাটে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় জেলেদের বরাতে টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান মেম্বার বলেন, বৃহস্পতিবার0 বিকালের দিকে বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরে টেকনাফ শাহপরীর দ্বীপ নৌ-ঘাটে ফেরার পথে ফিরছিলেন। এ সময় মিয়ানমার অভ্যন্তরের জলসীমানার নাইক্ষ্যংদিয়া স্থান থেকে আরাকান আর্মির সদস্যরা প্রথমে একটি ট্রলারে ৬ রোহিঙ্গা জেলেকে আটক করে। পরে কয়েক ঘণ্টা পরে বাংলাদেশি ৫ জেলেকে আরেকটি ট্রলারসহ অপহরণ নিয়ে যায়।দুইদিন পার হলেও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মি জেলেদের এখনো ছেড়ে দেয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীর মিয়ানমার সীমান্ত থেকে গত দুইদিন আগে আরাকান আর্মি ১১ জেলেকে অপহরণ করে। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।