ঢাকা | |

ইমরান খানকে সেহরি না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: ব্যারিস্টার সালমান আকরাম রাজা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ব্যারিস্টার সালমান আকরাম রাজা, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে সেহরি-ইফতার না দেওয়ার এবং ধর্মীয়
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৫, দুপুর ১২:১৫ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৫, দুপুর ১২:১৫ সময়
ইমরান খানকে সেহরি না দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: ব্যারিস্টার সালমান আকরাম রাজা ছবি : সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ব্যারিস্টার সালমান আকরাম রাজা, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে সেহরি-ইফতার না দেওয়ার এবং ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার তিনি আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পিটিআই নেতা ব্যারিস্টার সাইফের করা অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তিনি।

ব্যারিস্টার সাইফ দাবি করেছিলেন, ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে সেহরি এবং ইফতার খাবার দেওয়া হয়নি এবং তাদের নামাজে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। তবে সালমান আকরাম রাজা এই অভিযোগকে অস্বীকার করে জানান, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে আছেন। তিনি আরও বলেন, "এই অভিযোগের কোনো সত্যতা নেই।"

রাজা আরও জানান, পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরামের উচিত ব্যারিস্টার সাইফের সঙ্গে আলোচনা করা, কেন তিনি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন যে, ইমরান খান জাতির স্বার্থে কারাবন্দি আছেন এবং দলের প্রতি তার কোনো অভিযোগ নেই।

এরপর, রাজা ইমরান খানের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, ইমরান খান তার নির্দেশনা দিয়েছেন এবং এখন থেকে তার সমস্ত আইনি আবেদন চৌধুরী জহির আব্বাসের কাছে হস্তান্তর করতে হবে। চৌধুরী জহির আব্বাস এখন ইমরান খানের সকল আইনি বিষয়ে দায়িত্বে থাকবেন।

এছাড়া, পিটিআই দলের আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে নিয়াজুল্লাহ নিয়াজিকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বুশরা বিবি তার কাজ পরিচালনার জন্য চারজন ফোকাল পার্সন নিয়োগ করেছেন। রাজা বিরোধী জোটের ব্যাপারেও আলোচনা করেন এবং জানান, ইমরান খান মাওলানা ফজলুর রহমানকে কিছু নির্দেশনা দিয়েছেন, যা তিনি পৌঁছে দেবেন।

এই ঘটনার পর, পিটিআই দলের নেতা ও ইমরান খানের সহকর্মীরা দাবি করেছেন যে, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে এবং দলের বিরুদ্ধে মিথ্যাচারের অংশ হিসেবে করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ