ঢাকা | |

এক রিয়ালের কাছে হেরে তিনে নেমে গেল আরেক রিয়াল

লা লিগার পয়েন্ট টেবিলটা জমে উঠেছিল। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল শীর্ষস্থান দখলে নেওয়ার। তবে সেটি হতে দেয়নি
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৫, দুপুর ১০:৪৫ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৫, দুপুর ১০:৪৫ সময়
এক রিয়ালের কাছে হেরে তিনে নেমে গেল আরেক রিয়াল ছবি : সংগৃহীত
লা লিগার পয়েন্ট টেবিলটা জমে উঠেছিল। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ছিল শীর্ষস্থান দখলে নেওয়ার। তবে সেটি হতে দেয়নি রিয়াল বেটিস। নিজেদের মাঠে ভিনিসিয়ুস-এমবাপ্পেদের খোলসবন্দি করে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা।

শনিবার রাতে বেটিসের মাঠে অবশ্য প্রথম উদযাপনটা করেছে রিয়ালই। ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজ এগিয়ে নেয় রিয়ালকে। তবে পরবর্তীতে সেই গোল শোধ দেওয়ার সঙ্গে আরও এক গোল করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বেটিস।

বেটিসের হয়ে জনি কারদোসো এবং ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। তাদের নেওয়া ১৮টি শটের ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল শট নিতে পরেছে মাত্র ৯টি, এর মধ্যে স্রেফ ২টি লক্ষ্যে ছিল। এদিন ভিনি-এমবাপ্পেসহ রিয়ালের একঝাঁক তারকাকে ম্যাচের পুরোটা সময় খোলসবন্দি করে রেখেছিল বেটিসের রক্ষণভাগ।

তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে হেরে যাওয়ায় বেশ বড় ধাক্কাই খেয়েছে রিয়াল। তিনে নেমে গেছে কার্লো আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান দুই নম্বরে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি