ঢাকা | |

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবিতে বরিশালে সমাবেশ

ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং জাতীয় পরিচয়পত্র তৈরিতে মুখের ছবি তুলে নয়, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি জানিয়ে
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:২০ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৪:২০ সময়
ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবিতে বরিশালে সমাবেশ ছবি : সংগৃহীত
ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং জাতীয় পরিচয়পত্র তৈরিতে মুখের ছবি তুলে নয়, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাইয়ের দাবি জানিয়ে বরিশালে সমাবেশ করেছে ‘পর্দানশীন নারী সমাজ’ ব্যানারে একটি সংগঠন। দুপুরে বরিশাল জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এই সমাবেশ করেন তারা।

এ সময় ১৬ বছর যাবত ‘পর্দানশীন নারীদের’ নাগরিকত্ব বঞ্চিত রাখার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বিভিন্ন দাবি ও অভিযোগ সংবলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। এ সময় পর্দানশীন নারী সংগঠনের সংগঠক আহমদ বুশরা বিনতে ইসলামসহ জেলার পর্দানশীন নারীরা উপস্থিত ছিলেন।

পর্দানশীন নারী সংগঠনের সংগঠক আহমদ বুশরা বিনতে ইসলাম বলেন, ‘ধর্মীয় মতে নিজ ইচ্ছায় নারীরা পর্দা করলেও পরিচয় শনাক্তের জন্য তাদের হেনস্তা করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেহেতু পরিচয় শনাক্ত করা যায়, সেহেতু চেহারা না দেখে পরিচয় শনাক্ত করা হোক। তাহলে আমাদের ধর্মীয় অনুভূতি ঠিক থাকবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি