ঢাকা | |

পুড়ছে মেঘের রাজ্য সাজেক ভ্যালি

রাঙামাটির সাজেক ভ্যালির পর্যটনের রিসোর্ট-কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৫ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৫ সময়
পুড়ছে মেঘের রাজ্য সাজেক ভ্যালি ছবি : সংগৃহীত
রাঙামাটির সাজেক ভ্যালির পর্যটনের রিসোর্ট-কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে কমপক্ষে ৩০টি অধিক রিসোর্ট-কটেজ আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। ফারায় সার্ভিস নির্দিষ্ট সময়ে না পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়ে যায়। এসব তথ্য জানিয়েছেন সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির তথ্যসূত্র জানায়, সাজেকে বেলা একটার দিকে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ইকোভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র্রিকা, তরুছায়া, মেঘেরঘর, মর্নিংস্টার, তংথক, মনটানাসহ অন্তত ১০টি রির্সোট পুড়ে ছাই।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জনান, বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়। দুপুর আড়াইটার দিকেও আগুন নিয়ন্ত্রণে করতে না পারায় ৩০টির অধিক কটেজ-রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির সংখ্যা আরো বাড়তে পারে। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, সাজেক ভ্যালির পর্যটন কেন্দ্রে ১০টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির সংখ্যা এখনও পর্যন্ত সঠিক ভাবে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাসহ দীঘিনালা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী কাজ করছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ