কথায় আছে শখের তোলা ৮০ টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে হার্দিক পান্ডিয়া যেন তাই আরও একবার প্রমাণ করলেন। মাঠে এই তারকা ক্রিকেটারের হাতে একটি ঘড়ি দেখা গেছে। যার দাম শুনলে চমকে যেতে পারেন আপনি।
তারকা ক্রিকেটারদের বরাবরই দেখা যায় ফ্যাশন সচেতন। ক্রিকেটারদের দামি বাইক, গাড়ি কিংবা ঘড়ির প্রতি আলাদা শখ থাকে। হার্দিক পান্ডিয়ার সেই শখটা ঘড়ি কেন্দ্রিক। সেই শখের জন্য কত টাকা ব্যয় করেছেন হার্দিক সেটা জানলে চমকে যাবে যে কেউ।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অতি-বিলাসী ঘড়ি রিচার্ড মিলে আরএম ২৭-০২ ঘড়ি পরেছিলেন হার্দিক। যার বাজার মূল্য ৮ লাখ মার্কিন ডলার। ভারতে যা ৭ কোটি টাকারও বেশি। আল্ট্রা-লাক্সারি এই ঘড়িটি সারা বিশ্বেই বিরল। হার্দিকের এত দামি ঘড়িটি প্রকাশ পেতেই অবাক বনে যাচ্ছেন তার ভক্তরা।
পাকিস্তান ম্যাচে অবশ্য বেশ সফল ছিলেন হার্দিক। ৮ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান খরচায় তুলে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। বাবর আজম ও সৌদ শাকিলের মতো উইকেট নিয়ে ভারতকে ম্যাচে রেখেছেন তিনি। ব্যাটিংয়ে অবশ্য তেমন কিছু করতে পারেননি। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।