ঢাকা | |

টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারত

টানা টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ পর্যন্ত
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৩৩ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৩৪ সময়
টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারত ছবি : সংগৃহীত
টানা টস হারের বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হারল টিম ইন্ডিয়া।

ওয়ানডেতে কোনো দলের টানা টস হারের বিশ্ব রেকর্ড এটি। এত দিন টানা ১১টি ম্যাচে টসে হারার নজির ছিল নেদারল্যান্ডসের। ২০১১ সালের মার্চ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত টানা ১১টি ম্যাচে টসে হেরেছিল তারা।

ভারতের টসে হার শুরু হয়েছে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টসে হেরেছিল ভারত। ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়াই। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে টসে হেরেছিল ভারত। সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল।

২০২৪ সালে শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে টসে হেরেছিল ভারত। সিরিজও হেরে যায় টিম ইন্ডিয়া। কিছু দিন আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও টানা তিন ম্যাচে টস হেরে যায় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে টসে হারার পর দ্বিতীয় ম্যাচ আজ পাকিস্তানের বিপক্ষে টস হারল ভারত। অর্থাৎ, সব মিলিয়ে টানা ১২টি ম্যাচে টসে হারে ভারত। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে যায় ভারত। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করা পাকিস্তান ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান করে। এরপর মাত্র ৬ রানের ব্যবধানে দুই ওপেনার বাবর আজম ও ইমামুল হকের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক রিজওয়ান ও সৌদ শাকিল।

এরিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩২.৩ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৪৫ রান। ৫৫ ও ৪২ রানে ব্যাট করছেন সৌদ শাকিল ও রিজওয়ান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ