ঢাকা | |

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির বিষয়ে ‘আশাবাদী‘ ট্রাম্প

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য আসন্ন কয়েক দিনের মধ্যে একটি
  • আপলোড সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৭ সময়
রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তির বিষয়ে ‘আশাবাদী‘ ট্রাম্প ছবি : সংগৃহীত
হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য আসন্ন কয়েক দিনের মধ্যে একটি শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে ‘আশাবাদী‘।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এবং তার দল উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সংঘাত শেষ করতে অত্যন্ত মনোযোগী। প্রেসিডেন্ট অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আমরা এ সপ্তাহের মধ্যেই এটি সম্পন্ন করতে পারবো।

লেভিট আরও জানান, ট্রাম্প বিশ্বাস করেন যে রাশিয়া একটি চুক্তি করতে আগ্রহী এবং তিনি সেই চুক্তি সম্পাদনের জন্য কাজ করছেন। 

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ পুরো সপ্তাহজুড়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবেন, যাতে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো যায়।

একজন সাংবাদিক এ সময় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকের স্থান সম্পর্কে জানতে চাইলে, লেভিট এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। তিনি বলেন, ‘আমি এখনই এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না।

লেভিটের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন ও রুশ কূটনীতিকরা সৌদি আরবে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। যা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধার এবং ট্রাম্প-পুতিন বৈঠকের পথ সুগম করার লক্ষ্যে পরিচালিত হয়েছে। তবে এই আলোচনায় ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল না।

এদিকে লেভিট আরও জানান, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অ্যাক্সেস নিয়ে আলোচনায় রয়েছেন।

ট্রাম্প প্রশাসন ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ৫০ শতাংশ অংশীদারিত্ব লাভের চেষ্টা করছে। যার আনুমানিক মূল্য ৫০০ বিলিয়ন ডলার। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেবে। 

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ এতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নির্দিষ্ট নিরাপত্তার নিশ্চয়তা নেই। সূত্র: মেহের নিউজ
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি