ঢাকা | |

ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

অনেক দিন ধরেই আলোচনার বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি তারকা এই অলরাউন্ডার।
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৪৫ সময়
ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান ছবি : সংগৃহীত
অনেক দিন ধরেই আলোচনার বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি তারকা এই অলরাউন্ডার। খেলা হয়নি বিদায়ি টেস্ট ও বিপিএল। এরপর বোলিং নিষেধাজ্ঞায় পরায় জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে এবার ফের নতুন করে আলোচনায় এসেছেন সাকিব।

জানা গেছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাম লেখাতে যাচ্ছেন তিনি। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখানোর কথা রয়েছে সাকিব আল হাসানের।

আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ডিপিএল। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আর সেই দলবদলে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন বলে জানা গেছে।

সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি