বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ প্রায় চারশ যাত্রী নিয়ে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে অবতরণ করেছে। ফ্লাইটটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল।
কর্মকর্তাদের বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইটটি বুধবার রাতে পথ পরিবর্তন করে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে, বলে বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। আরেক কর্মকর্তা জানান, ওই ফ্লাইটে প্রায় ৪০০ যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। তিনি বলেন, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে দুবাই পাঠানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, অ্যালার্ম লাইট জ্বলে ওঠায় যান্ত্রিক ত্রুটির কথা ভেবে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। তিনি জানান, যাত্রীরা নিরাপদে রয়েছেন। বিমানের আরেকটি উড়োজাহাজ যাত্রীদের দুবাই নিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, গত রাত ৮টা ৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশে রওনা দেয়। আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন।
বিমানের মহাব্যবস্থাপক জানান, নাগপুর এয়ারপোর্টে যাত্রীদের অত্যন্ত সুচারুরূপে সবধরনের সাপোর্ট দেওয়া হয়। আরেকটি উড়োজাহাজ যাত্রীদের নিয়ে দুবাই যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখপ্রকাশ করছে।