ঢাকা | |

কানাডায় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল বিমান

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে ৮০ জন আরোহী
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৩০ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৩০ সময়
কানাডায় ৮০ আরোহী নিয়ে উল্টে গেল বিমান
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে ৮০ জন আরোহী ছিল। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, ‘জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে।’

এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরঞ্জ বার্তাসংস্থাকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে অন্যান্য এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও এই বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।
সূত্র : আল জাজিরা
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি

সৌদি আরবে হতে যাচ্ছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠক: জেলেনস্কি