ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি: ফখরুল নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ঈদে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ ও র‍্যাবের টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা নতুন দেশ গড়ার সুযোগ এসেছে, এটা হারাতে চাই না: ড. মুহাম্মদ ইউনূস কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিক বিক্ষোভ ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান অভিভাবক সদস্য মানিক সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা দুই দশক পর বিটিভিতে আবেগপ্রবণ বেবী নাজনীন, জানালেন যে আক্ষেপের কথা

ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয়

বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে টেলিফোনে তিনি এবং রাশিয়ার নেতা প্রায় তিন বছর ব্যাপী সংঘাত বন্ধের
  • আপলোড সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯:৫৯ সময়
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয়
বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে টেলিফোনে তিনি এবং রাশিয়ার নেতা প্রায় তিন বছর ব্যাপী সংঘাত বন্ধের জন্য ইউক্রেনের নেতার সঙ্গে “ অবিলম্বে” আপোষ আলোচনা করতে সম্মত হয়েছেন।

“ আমরা প্রথমেই প্রেসিডেন্ট জেলেন্সকিকে ফোন করে জানাবো আমাদের মধ্যকার সংলাপের কথা, আমি এখুনি সেটা করবো," ট্রাম্প সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন। "আমি পররাষ্ট্রমন্ত্রী মারোর্কা রুবিও, সিআই’এর পরিচালক জন র‌্যাটক্লিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াটজ এবং রাষ্ট্রদূত ও বিশেষ দূত স্টিভ উইটকফকে বলেছি এই আলোচনায় শুরু করার জন্য যা আমি দৃঢ় ভাবে মনে করি, সফল হবে”।

ট্রাম্প সুনির্দিষ্ট ভাবে জানাননি যে রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধের কী শর্ত হতে পারে। তবে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নেটোর সদস্য পদ লাভের জন্য ইউক্রেনের যে মূল দাবি সেটি নাকচ করে দেন। তিনি জার্মানিতে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের একটি বৈঠকে জার্মানিতে রয়েছেন।

“ যুক্তরাষ্ট্র মনে করে না যে ইউক্রেনের নেটোর সদস্যতা লাভ আলোচনার মাধ্যমে নিস্পত্তির কোন বাস্তবসম্মত ফলাফল হতে পারে," হেগসেথ বলেন।

বুধবার জিম্মি বিষয়ক ট্রাম্পের শীর্ষ আলোচনাকারী আমেরিকান শিক্ষক মার্ক ফগেলকে রাশিয়ায় বন্দি অবস্থা থেকে মঙ্গলবার সন্ধ্যায় মুক্ত করানোর ক্ষেত্রে রাশিয়া ও সৌদি আরবের নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের “ গভীর বন্ধুত্বকে” কৃতিত্ব দেন।

হোয়াইট হাউসে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময়ে উইটকফ বলেন, “ আমার মনে হয় মার্ক ফগেলকে মুক্ত করানো খুব জরুরি ছিল এবং এ ব্যাপারে রুশরা অত্যন্ত সহায়ক ছিল। আর আমার মনে হয় সেটাই এই ইঙ্গিত বহন করে যে ভবিষ্যতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে সম্পর্ক কেমন হবে এবং তা সংঘাতের ক্ষেত্রে বিশ্বের জন্য কী ইঙ্গিত দিচ্ছে। আমার মনে হয় তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। আর আমার মনে হয় এখন তা অব্যাহত থাকবে এবং তা বিশ্বের জন্য খুব ভাল ব্যাপার”।

ট্রাম্প মঙ্গলবার ফগেলকে হোয়াইট হাউসে স্বাগত জানান । চিকিৎসার জন্য ব্যবহৃত মারিহুয়ানা সেদেশে নিয়ে যাওয়ার জন্য তাকে ২১ আগস্ট থেকে আটক রাখা হয়েছিল।

“ আমার মনে হচ্ছে এই মূহুর্তে আমি বিশ্বের সব চেয়ে সৌভাগ্যবান লোক," মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ফগেল বলেন।

ট্রাম্প বলেন ফগেলকে দেশে ফিরে আসতে রাশিয়া যা করেছে তিনি তার প্রশংসা করেন কিন্তু রাশিয়ার সঙ্গে কোন চুক্তির বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান। কেবল বলেন এটি ছিল “ “ অত্যন্ত ন্যায় সঙ্গত এবং যুক্তিসঙ্গত”।

ট্রাম্প আরও বলেন যে আরেকজন পণবন্দির মুক্তির কথা বুধবার ঘোষণা করা হবে।

মঙ্গলবার দিনে আরও আগের দিকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়ালটজ বলেন, “ যুক্তরাষ্ট্র ও রাশিয়া ফগেলকে মুক্ত করাতে “ বন্দি বিনিময়ের ব্যাপারে আলোচনা ” করে কিন্তু যুক্তরাষ্ট্রের দিক থেকে কী দেয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প ২০ জানুয়ারি তাঁর দায়িত্ব গ্রহণের আগেই ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর সংকল্প প্রকাশ করেছিলেন, তবে সম্প্রতি তাঁর সহকারীরা বলেন যে তিনি তাঁর প্রশাসনের প্রথম ১০০ দিনের মধ্যেই , সম্ভবত এপ্রিলের শেষ নাগাদ সেটি করতে পারবেন বলে আশা করছেন।

ওয়াল্টজ বলেন, “ প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের সময় থেকে তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে আটক আমেরিকানদের মুক্ত করাতে সফল হয়েছেন এবং সকল বন্দি আমেরিকান যুক্তরাষ্ট্রে ফেরত না আসা অবধি তিনি তা অব্যাহত রাখবেন।"

ভেনেজুয়েলায় আটক ছয় জন আমেরিকান আর ফোগেলের মুক্তি হচ্ছে প্রকাশ্যে জানা মুক্তিপ্রাপ্তির ঘটনা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?

এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?