ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে সেটা আমরা ভালো বুঝি: ফখরুল নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের ফুটবল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ঈদে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ ও র‍্যাবের টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা নতুন দেশ গড়ার সুযোগ এসেছে, এটা হারাতে চাই না: ড. মুহাম্মদ ইউনূস কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিক বিক্ষোভ ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি শামসুর রহমান অভিভাবক সদস্য মানিক সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা দুই দশক পর বিটিভিতে আবেগপ্রবণ বেবী নাজনীন, জানালেন যে আক্ষেপের কথা

কমেছে প্রবৃদ্ধি, মাথাপিছু আয় কমে ২৭৩৮ ডলার

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার, যা আগের সাময়িক হিসাবে ছিল ২ হাজার
  • আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১০:৩৭ সময়
  • আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১০:৩৭ সময়
কমেছে প্রবৃদ্ধি, মাথাপিছু আয় কমে ২৭৩৮ ডলার
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার, যা আগের সাময়িক হিসাবে ছিল ২ হাজার ৭৮৪ ডলার। অর্থাৎ, মাথাপিছু আয় ৪৬ ডলার কমেছে। গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের চূড়ান্ত হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারও কমেছে। সাময়িক হিসাবের চেয়ে প্রবৃদ্ধি কমেছে ১ দশমিক ৬০ শতাংশ পয়েন্ট। মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।

বিবিএসের তথ্য অনুযায়ী, দেশের মানুষের মাথাপিছু আয় টানা তিন বছর ধরে কমছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা ছিল সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ২ হাজার ৭৪৯ ডলার হয়। ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে ২ হাজার ৭৩৮ ডলার হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার ফলে মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে মার্কিন ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১১১ টাকা ৬ পয়সা। গত দুই বছরেরও বেশি সময় ধরে টাকার মান কমতে থাকায় মাথাপিছু আয়ে এর প্রভাব পড়েছে। যদিও ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে, তবে টাকার হিসাবে তা বেড়েছে। বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। ২০২২-২৩ অর্থবছরে যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

বিবিএসের চূড়ান্ত হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ২২ শতাংশ হয়েছে, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। গত তিন অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল- ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ২৬ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে ৪ দশমিক ২২ শতাংশ (সর্বনিম্ন)।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?

এদারসনের পর বেকারও নেই, আর্জেন্টিনার গোল ঠেকাবেন কে?