ঢাকা | |

লংগদুতে ২ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে রাজনগর ৩৭
  • আপলোড সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ৬ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:২৫ সময়
লংগদুতে ২ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ ছবি : সংগৃহীত
পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে রাজনগর ৩৭ ব্যাটালিয়ন এসব অবৈধ কাঠ জব্দ করেন। উদ্ধারকৃত কাঠের সবগুলো গামারি। যার বর্তমান বাজার মূল্য দুই লাখ তের হাজার টাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর ৩৭ ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হাসান ও সহকারী পরিচালক মো. নাজমুল হোসেনের বিজিবির একটি বিশেষ দল অভিযানে নেমে উপজেলার গভীর জঙ্গল থেকে এসব কাঠ জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, পাচারকারী একটি চক্র অবৈধভাবে জঙ্গলে গামারি কাঠ কেটে জমা করছিল। এসময় বিজির তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চক্রটি পালিয়ে যায়। পরে বিজির ওই বন থেকে প্রায় ১৪২ সিএফটি গামারি কাঠ জব্দ করে।

রাজনগর ৩৭ ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হাসান জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং চোরাকারবারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ

হামাসের বিরুদ্ধে হঠাৎ গাজাবাসীর নজিরবিহীন বিক্ষোভ