সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসান আব্দুল্লাহর বাস ভবন এবং ঝালকাঠি ২ আসনের সাবেক এমপি আমির হোসেন আমুর বাসার বাইন্ডারি দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্দ ছাত্র জনতা।
রাত বারোটার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা শুরুতে হামলাও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতা কে ধাওয়া দেয়। এত বেশ কয়েকজন ছাত্ররা আহত হয়। একপর্যায়ে তারা সেনাবাহিনীর উপরে চড়াও হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পড়া সেনা সদস্যরা ছাত্রদেরকে বোঝালে আগুন দেয়া থেকে তারা বিরত থাকলেও বুলডোজার কর্মসূচি চালিয়ে যায় তারা।
নগরির কালিবাড়ি রোডের এই বাসায় বসেই আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। পরে রাত দুইটার দিকে নগরীর বগুড়া রোডের আমির হোসেন আমুর বাড়ি ও ভাঙচুর করা হয়। সেখানে শুরুতে বাড়ির মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে দোতলা ডুপ্লেক্স ভবন ভাঙার চেষ্টা করে। কিন্তু ভবনটি ১০ ইঞ্চি ঢালাই দেয়াল হওয়ার কারণে তা বুলডোজার দিয়ে তেমন একটা ভাঙ্গা সম্ভব হয়নি।