ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

নিমিষেই ফুরিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আয়োজকদের জন্য হট কেক। বৈশ্বিক আসরগুলোতে তাই আইসিসি সব সময় এই দলকে রাখে একই গ্রুপে।
  • আপলোড সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:০ সময়
নিমিষেই ফুরিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকেট
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আয়োজকদের জন্য হট কেক। বৈশ্বিক আসরগুলোতে তাই আইসিসি সব সময় এই দলকে রাখে একই গ্রুপে। অনুমিতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই গ্রুপে থাকা দুই দলের ম্যাচের টিকিট ফুরিয়ে গেল নিমেষেই।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২৫ হাজার। সংযুক্ত আরব আমিরাতে বাস করা বিপুল সংখ্যক প্রবাসীর তুলনায় যা কিছুই না। স্বাভাবিকভাবে টিকেট নিয়ে হিড়িক পড়বে, হলোও তাই।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রির জন্য ছাড়ার ১ ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। গতকাল দুবাইর স্থানীয় সময় বিকেল ৪টায় অনলাইন ও সরাসরি বুথে বিক্রি শুরু হয়। পাঁচটার পর আর ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যায়নি।

চাহিদার দ্বিতীয় স্থানে ছিলো বাংলাদেশ-ভারত ম্যাচ। এই ম্যাচের টিকিটও কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যায়। ভারতীয় সমর্থকদের প্রবল আগ্রহে ভারত–নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও নেই।

ভারতীয় এক গণমাধ্যমে একজন সমর্থক বলেন, 'লম্বা লাইন জেনেই এসেছিলাম, কিন্তু তাও আমার সাধ্যের ভেতরে থাকা টিকেট পাইনি। আমি যা পেয়েছি সেটা অনেক দামের, যা কেনা সম্ভব হয়নি।'

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে লড়বে বাংলাদেশ-ভারত। ভারত-পাকিস্তানের মধ্যে টানপোড়েনের জেরে আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ হবে দুবাইতে। বাকি ম্যাচগুলো পাকিস্তানের তিন ভেন্যুতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প