ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ, লাশ হাতিরঝিলে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর প্রেমের ফাঁদ। তারপর রাজধানীর দক্ষিণখান থেকে কিশোরীকে মহাখালীতে এনে হাত-পা ও মুখ বেঁধে
  • আপলোড সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৪০ সময়
  • আপডেট সময় : ৩ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১১:৪০ সময়
স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে ধর্ষণ, লাশ হাতিরঝিলে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর প্রেমের ফাঁদ। তারপর রাজধানীর দক্ষিণখান থেকে কিশোরীকে মহাখালীতে এনে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে রাতের আঁধারে লাশ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। ঘটনার ১৬ দিন পর রোববার ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এর আগে এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খুলে। পরে রোববার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে। এদিকে এ ঘটনার বিস্তারিত জানাতে আজ বেলা ১১টায় মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করবে পুলিশ।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা রাতে যুগান্তরকে জানান, অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী ১৬ জানুয়ারি মা-বাবার কাছে কেনাকাটার কথা বলে বাসার বাইরে যায়। এরপর সে আর বাসায় ফিরেনি। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যায়নি। পরে ১৯ জানুয়ারি ওই কিশোরীর বাবা দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি একটি মামলা করেন তিনি। এরপর কিশোরীটির মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন নামের এক যুবককে গ্রেফতার করা হয় গাজীপুর থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে রাব্বি মৃধা নামের আরও এক যুবককে গ্রেফতার করা হয়। তাদের দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। পরে রোববার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রবিন ও রাব্বি মৃধা। রবিন জানিয়েছে কিশোরীটিকে ‘ফাঁদে ফেলে’ সেদিন দুপুরে মহাখালীর একটি বাসায় নিয়ে যায়। এরপর তার হাত-পা ও মুখ বেঁধে পাঁচজন মিলে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীটি অচেতন হয়ে পড়ে। পরে কিশোরীটিকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করে তারা। লাশ বস্তাবন্দি করে মধ্যরাতে মহাখালী থেকে রিকশায় হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনের সেতুতে নিয়ে নিচে ফেলে দেয়। ওসি বলেন, গ্রেফতার রাব্বি ও রবিনের দেওয়া তথ্যের সূত্র ধরে খুবই গোপনীয়তার সঙ্গে রোববার হাতিরঝিল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিনি আরও বলেন, তদন্তের শুরুতে আমরা কিশোরীর ফোনকলের বিস্তারিত জোগাড় করি। সেখানে একটি সন্দেহজনক নম্বর পাই। সেটিই ছিল রবিনের মোবাইল নম্বর। এই ফোনের কললিস্ট পর্যালোচনায় দেখা যায় রবিনের সঙ্গে ওইদিনই প্রথম কথা হয় তার। মোবাইল ফোনের সূত্র ধরে মহাখালীর একটি বাসার সন্ধানও পাওয়া যায়। ডিএমপির সহকারী কমিশনার (দক্ষিণখান জোন) মো. নাসিম এ-গুলশান জানান, আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিন পেশায় একজন গাড়িচালক। রাব্বি মৃধাও নির্দিষ্ট কিছু করে না। অভিযুক্ত অন্য তিনজনও রবিনের পূর্বপরিচিত। কিশোরীর বাবা রাতে যুগান্তরকে বলেন, আমার যে মেয়েটি স্কুলে যেত, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত, আজ সে লাশ হয়েছে। যারা আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি জানান, ময়নাতদন্ত শেষে রাতেই কিশোরীর দাফন সম্পন্ন হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প