ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

টেলিগ্রামের ৩ ফিচার সহজ করবে কাজ

ধীরে ধীরে জনপ্রিয় অ্যাপের জায়গা যাচ্ছে টেলিগ্রাম। ভিডিও, অডিও, ডকুমেন্টস কিংবা ছবি শেয়ারিংয়ে খুব একটা বাধা না থাকার
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
টেলিগ্রামের ৩ ফিচার সহজ করবে কাজ ছবি : সংগৃহীত

ধীরে ধীরে জনপ্রিয় অ্যাপের জায়গা যাচ্ছে টেলিগ্রাম। ভিডিও, অডিও, ডকুমেন্টস কিংবা ছবি শেয়ারিংয়ে খুব একটা বাধা না থাকার কারণে পছন্দের অ্যাপসে রূপ নিচ্ছে মেসেজিং অ্যাপটি। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নিত্য নতুন ফিচারও যুক্ত করছে অ্যাপটির কর্তৃপক্ষ। এবার আনল এমন তিন ফিচার যা কাজ আরও সহজ করবে।

 

টেলিগ্রাম ব্যবহার সহজ ও নিরাপদ হবে এমন তিনটি ফিচার এসেছে—

 

  • ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন : অ্যাপটির এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অডিও রেকর্ডিংগুলোকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে পারবেন। আগে এটি শুধুমাত্র প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল, তবে এখন সব ব্যবহারকারীই এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে ফ্রি ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে দুটি ট্রান্সক্রিপশন করতে পারবেন।
  • সিমিলার চ্যানেলস : টেলিগ্রামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের ভিত্তিতে প্রাসঙ্গিক পাবলিক চ্যানেলের সুপারিশ পাবেন। এটি ব্যবহারকারীদের বয়স, অবস্থান, লিঙ্গ এবং পছন্দের ওপর ভিত্তি করে সমমনা ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে আনতে সহায়তা করে।
  • স্টোরি মেট্রিক্স ও রিপোস্ট : নতুন আপডেটে স্টোরি মেট্রিক্সের পারফরম্যান্স অ্যানালিটিকস ভিউ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ব্যবহারকারীদের শেয়ার করা স্টোরিগুলোর ভিউ সংখ্যা ও পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেবে। অন্য ব্যবহারকারীদের স্টোরি পুনরায় পোস্ট করার সুবিধাও যুক্ত করা হয়েছে, যেখানে টেক্সট, অডিও বা ভিডিও বার্তা যোগ করা সম্ভব।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প