ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা

বিয়ের বয়স চার মাস। এর মধ্যেই হলেন সন্তানের মা। তাও আবার টালিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। গত বছর পূজার
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৬ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৬ সময়
বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা ছবি : সংগৃহীত
বিয়ের বয়স চার মাস। এর মধ্যেই হলেন সন্তানের মা। তাও আবার টালিউড অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। গত বছর পূজার মৌসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। তার ঠিক এক মাস পরেই সুখবর দিয়েছিলেন— সংসারে আসছে নতুন অতিথি। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে রূপসা ও সায়নদীপ ইঙ্গিত দিয়েছিলেন—তাদের জীবনে নতুন সদস্যের আগমন হয়েছে।

আবারও সামাজিক মাধ্যমে শেয়ার করে নেওয়া একটি ছবিতে এক সদ্যোজাতের আঙুল দেখা যাচ্ছে। সেই ছবির ক্যাপশনে লেখা— সংসারে নতুন সদস্যের আগমন হয়েছে গত ২৬ জানুয়ারি। তাই রূপসা ও সায়নদীপ সদ্যোজাতের হয়ে লিখেছেন, 'প্রজাতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।'

এর আগেই সাধের আসর থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ভিডিওতে দেখা গিয়েছিল— পরিবারের সবাই ভোটদান পর্বে মেতেছেন। পুত্র হবে নাকি কন্যা, সেই নিয়ে ছিল ভোটদান পর্ব। পাল্লা ভারি ছিল পুত্রের দিকে। এর পরেই কটাক্ষ ধেয়ে এসেছিল রূপসার দিকে। নিন্দুকেরা বলেছিলেন, পুত্র বা কন্যা যা-ই হোক, যেন সে সুস্থ হয়।

তবে শুক্রবারের প্রথম পোস্টে রূপসা বা সায়নদীপ প্রকাশ করেননি, তাদের কোলে পুত্র নাকি কন্যা এসেছে। মূলত পোস্টটি করেছিলেন অভিনেতা সায়নদীপ। তিনি যৌথভাবে রূপসার সঙ্গে ছবিটি পোস্ট করেছেন। সেই ছবি দেখে রূপসার অনুরাগীদের অনুমান, সংসারে পুত্রসন্তানই এসেছে। তার কারণ সাধারণত পুত্র হলেই বাবারা ‘জুনিয়র’ বলে সম্বোধন করে থাকেন। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘অ্যানিমেল’-এর গান ‘পাপা মেরি জান’। এই গানও পুত্রসন্তানের সঙ্গেই মানানসই বলেই অনুরাগীদের অনুমান।

এই জল্পনার মাঝেই নতুন মা রূপসা একটি পোস্ট করে ঘোষণা দেন, কোলে পুত্রসন্তানই এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতের আঙুলে স্নেহচুম্বন করছেন অভিনেত্রী। পোস্টে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প