ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

মহাসচিবের আশ্বাসে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ার
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৪ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২৪ সময়
মহাসচিবের আশ্বাসে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ার পর শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে শুক্রবার গভীর রাতে দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত করে জেলা বিএনপি। এরই প্রতিবাদে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ। দীর্ঘদিন পর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে চারটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এর মধ্যে আজ শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলন হওয়ার কথা থাকলেও জেলা বিএনপির নির্দেশে তা স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে হরতালে নামে উপজেলা বিএনপির একটি অংশ।

হরতালের কারণে শনিবার ভোর সাড়ে ৫টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করেন নেতাকর্মীরা। এতে ঢাকাগামী দূরপাল্লার বাসযাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। তবে ছয় ঘণ্টা পর মহাসচিবের আশ্বাসে নেতাকর্মীরা হরতাল প্রত্যাহার করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মকবুল হোসেন , ‘মহাসচিব সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। তাই আমরা কর্মসূচি স্থগিত করেছি।’

তবে জেলা বিএনপির কোনো নেতা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প