ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

মুন্সিগঞ্জ সদরে অন্ত:সত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকাত বাহিনীর বিরুদ্ধে মামলা

মুন্সিগঞ্জ সদরের মেঘনা তীরের গ্রামে প্রতিপক্ষের হাতে অন্ত:সত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকাত বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২২ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৫:২২ সময়
মুন্সিগঞ্জ সদরে অন্ত:সত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকাত বাহিনীর বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত
মুন্সিগঞ্জ সদরের মেঘনা তীরের গ্রামে প্রতিপক্ষের হাতে অন্ত:সত্বা নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ডাকাত বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত ১২ টার দিকে সদর থানায় মামলাটি এন্ট্রি করে পুলিশ। গুলিবিদ্ধ নারী পিংকি আক্তারের স্বামী সম্রাট হোসেন বাদী হয়ে নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীসহ ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৭ জনের নামে এ মামলা দায়ের করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিপক্ষ ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরের ভাই শাহীন বেপারীর নেতৃত্বে সংঘবদ্ধ গ্রুপ কালীরচর গ্রামের রাজু সরকারের বাড়িতে সকালে হামলা চালায়।

এ সময় রাজুকে না পেয়ে তার বোন ৯ মাসের অন্ত:সত্বা শাহনাজ বেগম পিংকিকে সামনে পেলে গুলি ছুড়ে। এতে ওই নারী উড়ুতে গুলিবিদ্ধ হন।

পিংকির ভাই রাজু অবৈধ বালু উত্তোলনকারী কিবরিয়া মিজির সহযোগি।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কালীরচর গ্রামের অদুরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিঝির দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ২জন নিহত হওয়ার জের ধরে ওই নারী গুলিবিদ্ধ হন।

পরে গুলিবিদ্ধ অবস্থায় অন্ত:সত্বা ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওইদিন বিকেলে শহরের শ্রীপল্লী এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্মদেন গুলিবিদ্ধ ওই অন্তঃসত্ত্বা নারী আক্তার (২০)। এ ঘটনায় আহত নারীসহ তার সন্তানটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প