সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল (বুধবার) প্রকাশিত খবরে এক বলা হয়েছে, আবু জোলানিকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, হায়াতে তাহারির আশ-শামকে ভেঙে দেয়া হয়েছে এবং এর কমান্ডার আবু মোহাম্মদ জোলানিকে প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে।
এদিকে, সিরিয়ার সামরিক অপারেশন্স ডিপার্টমেন্টের মুখপাত্র হাসান আব্দুল কানি ঘোষণা করেছেন, দেশের সংবিধান এবং জাতীয় সংসদ বাতিল করা হয়েছে। একই সাথে সিরিয়ার সামরিক এবং নিরাপত্তা সংস্থাগুলোর কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেন তিনি।
ধারণা করা হচ্ছে, এইচটিএস এখন অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবে এবং নতুন সংবিধান অনুমোদন না হওয়া পর্যন্ত এই আইনসভা বহাল থাকবে।
ডিসেম্বরের প্রথম দিকে আকস্মিকভাবে জোলানির নেতৃত্বাধীন হায়াতে তাহারির আশ-শাম গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই ৮ ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করে। ওইদিনই বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান। আসাদ সরকারের বিরুদ্ধে অভিযান শুরুর সময় জোলানি ইহুদিবাদী ইসরাইলের কাছে সহায়তা চান।
প্রেসিডেন্ট বাশার আসাদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর ইহুদিবাদী ইসরাইল ব্যাপকভাবে সিরিয়ার সামরিক ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হামলা চালাতে থাকলেও জোলানি সে সময় ঘোষণা করেন যে, তারা ইসরাইলের সাথে কোনো সংঘাত চান না।