ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ১২ জনের প্রাণহানি

ভারতের উত্তর প্রদেশের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বারোজনের বেশির মানুষের প্রাণহানি ও ১০ জনের মতো আহত হয়েছেন। বুধবার
  • আপলোড সময় : ২৯ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ২৯ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ১২ জনের প্রাণহানি
ভারতের উত্তর প্রদেশের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বারোজনের বেশির মানুষের প্রাণহানি ও ১০ জনের মতো আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবশ্যায় পবিত্র স্নানের জন্য লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন।

নাম প্রকাশে অপারগতা জানিয়ে একজন কর্মকর্তা বলেন, পদপিষ্ট হয়ে সাতজনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। স্থানীয় সময় রাত ১টার সময় এই পদদলন শুরু হয়েছে। কারণ এখনো জানা যায়নি। পরে পুণ্যার্থীরা বের হওয়ার চেষ্টা করলে তারা আরেকটি পদদলনের মুখে পড়েন।

রাভিন নামের এক ব্যক্তি বলেন, আমি বহু মানুষকে পড়ে যেতে দেখেছি, তাদের ওপর দিয়ে ভিড়ের লোকজন হেঁটে গেছেন। নারী-শিশুরা নিখোঁজ হয়েছেন। কেউ কেউ সাহায্য চেয়ে আর্তনাদ করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পদদলনের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় একাধিক মানুষের প্রাণহানির শঙ্কা প্রকাশ করা হয়েছে। আর হিন্দুস্থান টাইমসের খবরে ১৫ জনের প্রাণহানির শঙ্কার কথা জানিয়েছে। পদপিষ্ট হওয়ার ভিডিও ও ছবিতে স্ট্রেচারে করে মরদেহ নিয়ে যেতে দেখা গেছে। স্বজন হারিয়ে মাটিতে বসে লোকজন কান্নাকাটি করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, মহাকুম্ভ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ মৌনী অমাবশ্য। এই বিশেষ দিনে বহু মানুষ পুণ্যস্নান করেন। এবার এই দিনটিতে ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়েছে। এতে আগের তুলনায় কুম্ভমেলায় পুণ্যার্থীর সংখ্যা বেড়েছে। ১৫ কোটি মানুষের অংশগ্রহণের কথা জানিয়েছেন কুম্ভ প্রশাসন। 

অ্যাসিসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, একটি অস্থায়ী হাসপাতালের বাইরে ব্যথিত পরিবারগুলোর লোকজন দাঁড়িয়ে আছেন। তারা হারানো স্বজনদের খোঁজ নিচ্ছেন। পুলিশ ভিড় সামলাতে ব্যস্ত, আর আহতদের নিরাপদ জায়গায় নিতে আসতে সহায়তা করছেন উদ্ধারকারীরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প