হামাসের সঙ্গে ১৫ মাসব্যাপী যুদ্ধের পর এই প্রথম ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরে ফিরতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের বাড়িতে ফিরছে। ২৭ জানুয়ারি, ২০২৫।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিতে রয়েছে গাজায় আটক কয়েকজন জিম্মির মুক্তি, ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও গাজায় মানবিক ত্রাণের পরিমাণ বৃদ্ধি করা। ইসরায়েলি এক জিম্মিকে মুক্তি দিতে বিলম্ব হওয়ায় শেষ মুহূর্তে জটিলতা ও বিতর্ক তৈরি হয়, এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডের উত্তরাংশে ফিরতে অনুমতি দেওয়া হচ্ছিল না।
তবে সোমবার সকালে কাতার এক সমঝোতার কথা ঘোষণা করে যার অধীনে আরবেল ইয়েহুদ ও অন্য দুই জিম্মিকে শুক্রবারের আগে মুক্তি দেবে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর এই সমঝোতার বিষয়কে নিশ্চিত করে বলেছে, অন্য তিনজন জিম্মিকে শনিবার মুক্তি দেওয়া হবে এবং সকল জিম্মির অবস্থা সম্পর্কে তালিকা দিয়েছে হামাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে এই জিম্মিদেরও মুক্তি দেওয়ার কথা রয়েছে। সোমবার সকালে ইসরায়েল উত্তরের পথটি খুলে দিয়েছে।
২০২৩-এর ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণে ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।