ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

বাংলাদেশ সফরে পাকিস্তানের আইএসআই প্রতিনিধি দল, নজরে দিল্লি

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছে ৷ গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে দিল্লি
  • আপলোড সময় : ২৫ জানুয়ারী ২০২৫, বিকাল ৫:৩৮ সময়
  • আপডেট সময় : ২৫ জানুয়ারী ২০২৫, বিকাল ৫:৩৮ সময়
বাংলাদেশ সফরে পাকিস্তানের আইএসআই প্রতিনিধি দল, নজরে দিল্লি
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছে ৷ গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে দিল্লি ৷ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) তাদের চার শীর্ষ সদস্যকে গোপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাঠিয়েছে। এই তথ্য দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত তার পড়শি দেশগুলিতে ঘটে যাওয়া ঘটনাগুলির উপর নজর রাখছে। বিশেষ করে, ভারত সেই সব ঘটনায় নজর রাখছে, যেগুলি তার দেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। এর কড়া প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রক বলেছে, প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেন, "ভারতের চারপাশে কী কী হচ্ছে, তাতে আমরা নজর রাখছি। দেশের সুরক্ষায় প্রভাব পড়বে, এমন কোনও কার্যকলাপ হলে, প্রযোজন পড়লে 'উপযুক্ত ব্যবস্থা' নেওয়া হবে। বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তিনি বলেন, "আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি। আমরা আমাদের সম্পর্ক জোরদার করতে চাই, যাতে ভারত ও বাংলাদেশের মানুষ মানুষের উপকার হয়।"

উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর বিশ্লেষণ বিভাগের ডিরেক্টর জেলারেল মেজর জেনারেল শাহিদ আমির আফসার এবং আরও কিছু কর্তা বর্তমানে ঢাকা সফরে রয়েছেন। বাংলাদেশের সেনা প্রতিনিধিদলের রাওয়ালপিন্ডি সফরে সেখানে তিন পাক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয় ৷ এর পরেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রতিনিধি দল ঢাকায় আসে ৷

রাওয়ালপিন্ডি সফরে যাওয়া ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান। জানা গিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে দীর্ঘক্ষণ দৈঠক হয় তাঁর। শুধু তাই নয়, বাংলাদেশি প্রতিনিধি দল প্রায় দিন পাঁচেক পাকিস্তানে ছিল।

সংশ্লিষ্ট মহলের মতে, শেখ হাসিনা সরকারের পতনের পরে সামরিক ক্ষেত্রে বাংলাদেশ আবার পাকিস্তানের সঙ্গে যোগসূত্র বাড়ানোর চেষ্টা করছে। তাই হয়তো এক সপ্তাহের মধ্যে একে অপরের দেশে গেলেন পাকিস্তান ও বাংলাদেশের সেনা কর্তারা। যদিও আইএসআইয়ের প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এর আগে আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনার আবহে ভারতের হাই-কমিশনারকে ডেকে পাঠায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। সে সময় সংবাদসংস্থা পিটিআইয়ের তরফে জানানো হয়, সীমান্তের কাঁটাতারের বেড়া লাগানোর প্রসঙ্গে ভারতের হাই-কমিশনারকে তলব করে বাংলাদেশ। বাংলাদেশের মত, এভাবে বেড়া তৈরি করে আন্তর্জাতিক চুক্তির শর্ত ভেঙেছে ভারত।
সূত্র: ইটিভিভারত
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প