ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

আমেরিকায় রইল না তৃতীয় লিঙ্গ, শপথ নিয়েই ট্রাম্পের স্বীকৃতি শুধু পুরুষ ও মহিলাকে

নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈচিত্র্য কর্মসূচি, এলজিবিটিকিউ সুরক্ষার নির্বাহী আদেশকে বাতিল ঘোষণা করেছেন ৷ লিঙ্গ বলতে শুধু পুরুষ
  • আপলোড সময় : ২৫ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ২৫ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:২৫ সময়
আমেরিকায় রইল না তৃতীয় লিঙ্গ, শপথ নিয়েই ট্রাম্পের স্বীকৃতি শুধু পুরুষ ও মহিলাকে
নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈচিত্র্য কর্মসূচি, এলজিবিটিকিউ সুরক্ষার নির্বাহী আদেশকে বাতিল ঘোষণা করেছেন ৷ লিঙ্গ বলতে শুধু পুরুষ এবং মহিলাকে স্বীকৃতির কথা জানিয়েছেন তিনি ৷ আমেরিকায় আর তৃতীয় লিঙ্গের জন্য কোনও জায়গা রইল না ৷ এবার সরকারিভাবে কেবল পুরুষ ও স্ত্রী লিঙ্গকে স্বীকৃতি দেবে ট্রাম্পের সরকার ৷ ৪৭ তম মার্কিন প্রেসিডেন্টের পদে বসেই বড় ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প ৷

নয়া প্রেসিডেন্ট ট্রাম্প এলজিবিটিকিউ সমতার প্রচারের অসংখ্য নির্বাহী আদেশ বাতিল করেছেন এবং সোমবার মাত্র দুটি লিঙ্গে স্বীকৃতির আদেশ দিয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন, যেখানে তিনি জো বাইডেনের আমলে করা সরকারি বৈচিত্র্য কর্মসূচির সমাপ্তি ঘটিয়েছেন ৷ তিনি তাঁর এই পদক্ষেপকে জাগ্রত সংস্কৃতি বলে উল্লেখ করেছেন ।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প, বাইডেন সরকারে এবং কর্পোরেট জগতে বৈচিত্র্য, ইক্যুইটি ও অন্তর্ভুক্তি নীতির নিন্দা করেছিলেন ৷ বলেছিলেন, বাইডেন সরকার শ্বেতাঙ্গদের প্রতি বৈষম্য করেছে ৷ বিশেষ করে পুরুষদের প্রতি । তাই পুরনো আদেশকে বাতিল করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, "বাইডেন সরকার বিমান সংস্থার নিরাপত্তা থেকে শুরু করে সামরিক ক্ষেত্রগুলিতে 'বৈচিত্র্য, ইক্যুইটি এবং ইনক্লুশন' (DEI) নামে বেআইনি এবং অনৈতিক বৈষম্যমূলক কাজকে উৎসাহিত করেছে ৷"

ট্রাম্প একটি পৃথক নির্বাহী আদেশ জারি করেন ৷ যাতে ফেডারেল এজেন্সিগুলিকে নথিপত্রে শুধুমাত্র পুরুষ বা মহিলা, এই দুটি বিকল্প দিতে বলা হয়েছে ৷ অন্য কোনও লিঙ্গ পরিচয়ের বিকল্পটি সরিয়ে দিতে হবে ৷ যেমন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এই নীতি মেনে চলবে হবে । আদেশে বলা হয়েছে, ট্রাম্পের প্রশাসন শুধুমাত্র স্বচ্ছ ও সঠিক ভাষা এবং নীতিগুলি ব্যবহার করবে, যা স্বীকার করে যে নারীরা জৈবিকভাবে নারী এবং পুরুষরা জৈবিকভাবে পুরুষ ।

ট্রাম্পের এই নতুন নীতির ঘোষণার পরই বিরোধিতায় সরব হয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলি ৷ এলজিবিটিকিউ অধিকারের জন্য সংগ্রামের কেন্দ্রবিন্দু নিউইয়র্ক সিটির ঐতিহাসিক স্টোনওয়াল ইনের বাইরে প্রতিবাদ দেখান সংগঠনের সদস্যরা ৷ ২২ বছর বয়সি তৃতীয় লিঙ্গের ছাত্র অ্যাঞ্জেল বুলার্ড এএফপিকে বলেছেন, "এই ঘোষণাগুলি এবং এই নীতি পরিবর্তনগুলি সত্যিই গভীর স্তরে মানুষকে প্রভাবিত করবে ৷ যখন আপনাকে এই পৃথিবীতে স্বীকৃতি দেওয়া হয় না এবং আপনি একা থাকেন, তখন এটি একটি ভয়ঙ্কর জায়গা ।"

টলেডো ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক এবং এলজিবিটিকিউ নীতির বিশেষজ্ঞ জামি টেলর সতর্ক করেছেন, "ফেডারেল তহবিলের সঙ্গে জড়িত চিকিৎসা পরিষেবা ৷ লিঙ্গ নিশ্চিতকরণে নীতি পরিবর্তনের ফলে তা ঝুঁকিতে পড়তে পারে ।"
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প