মাদারীপুর সদরের পেয়ারপুর গ্রামের কৃষক বাচ্চু হোসেন সরকারিভাবে এক কেজি পেঁয়াজের দানা বিনামূল্যে পেয়েছিলেন। ৩৩ শতাংশ জমিতে এসব বীজ রোপণ ও চাষাবাদ করতে তার খরচ হয়েছে ৪০ হাজার টাকা। কিন্তু দুই মাসের মাথায় জমিতে সেই বীজ থেকে কলির বদলে গজিয়েছে ঘাস আর আগাছা। এতে মাথায় হাত পড়েছে তার।
একই দশা মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার ৬০০ পেঁয়াজ চাষির। তারা সবাই সরকারিভাবে বারি-১, বারি-৪ ও তাহেরপুরী পেঁয়াজের বীজ পেয়েছিলেন, কিন্তু সেই বীজ থেকে গজায়নি চারা। এতে লোকসানের মুখে পড়া এই চাষিরা দাবি জানিয়েছেন ক্ষতিপূরণের।
এ বিষয়ে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, “কেন কৃষকের জমিতে বীজ গজায়নি, সেটি বিএডিসি কর্তৃপক্ষ ভাল বলতে পারবে। আমরা শুধু তাদের বীজ এনে কৃষকদের দিয়েছি প্রদান করেছি।”
পেঁয়াজ চাষি বাচ্চু হোসেন বলেন, “সরকারিভাবে যখন কৃষি অফিসের স্যারেরা পেঁয়াজের দানা আমাকে দেয়। তখন আমি বার বার তাদের বলেছিলাম, পেঁয়াজের দানা ভালো হবে কিনা? স্যারেরা তখন বলেছিল, পেঁয়াজের দানা খুব ভাল হবে। ফলনও ভালো হবে।“তাদের কথায় বিশ্বাস করে আমি সরকারিভাবে দেওয়া এক কেজি পেঁয়াজের দানা আমি রোপণ করেছি। কিন্তু দুই মাস হয়ে এলেও আমার জমিতে কোনো পেঁয়াজের কলি গজায়নি। গজিয়েছে ঘাস ও আগাছা।”