ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

মাদারীপুরে সরকারি পেঁয়াজের বীজে গজায়নি চারা

মাদারীপুর সদরের পেয়ারপুর গ্রামের কৃষক বাচ্চু হোসেন সরকারিভাবে এক কেজি পেঁয়াজের দানা বিনামূল্যে পেয়েছিলেন। ৩৩ শতাংশ জমিতে এসব
  • আপলোড সময় : ২০ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:১০ সময়
  • আপডেট সময় : ২০ জানুয়ারী ২০২৫, দুপুর ১২:১০ সময়
মাদারীপুরে সরকারি পেঁয়াজের বীজে গজায়নি চারা
মাদারীপুর সদরের পেয়ারপুর গ্রামের কৃষক বাচ্চু হোসেন সরকারিভাবে এক কেজি পেঁয়াজের দানা বিনামূল্যে পেয়েছিলেন। ৩৩ শতাংশ জমিতে এসব বীজ রোপণ ও চাষাবাদ করতে তার খরচ হয়েছে ৪০ হাজার টাকা। কিন্তু দুই মাসের মাথায় জমিতে সেই বীজ থেকে কলির বদলে গজিয়েছে ঘাস আর আগাছা। এতে মাথায় হাত পড়েছে তার।

একই দশা মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার ৬০০ পেঁয়াজ চাষির। তারা সবাই সরকারিভাবে বারি-১, বারি-৪ ও তাহেরপুরী পেঁয়াজের বীজ পেয়েছিলেন, কিন্তু সেই বীজ থেকে গজায়নি চারা। এতে লোকসানের মুখে পড়া এই চাষিরা দাবি জানিয়েছেন ক্ষতিপূরণের।

এ বিষয়ে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, “কেন কৃষকের জমিতে বীজ গজায়নি, সেটি বিএডিসি কর্তৃপক্ষ ভাল বলতে পারবে। আমরা শুধু তাদের বীজ এনে কৃষকদের দিয়েছি প্রদান করেছি।”

পেঁয়াজ চাষি বাচ্চু হোসেন বলেন, “সরকারিভাবে যখন কৃষি অফিসের স্যারেরা পেঁয়াজের দানা আমাকে দেয়। তখন আমি বার বার তাদের বলেছিলাম, পেঁয়াজের দানা ভালো হবে কিনা? স্যারেরা তখন বলেছিল, পেঁয়াজের দানা খুব ভাল হবে। ফলনও ভালো হবে।“তাদের কথায় বিশ্বাস করে আমি সরকারিভাবে দেওয়া এক কেজি পেঁয়াজের দানা আমি রোপণ করেছি। কিন্তু দুই মাস হয়ে এলেও আমার জমিতে কোনো পেঁয়াজের কলি গজায়নি। গজিয়েছে ঘাস ও আগাছা।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প