ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ‘অবিলম্বে’ আলোচনার জন্য ট্রাম্পের প্রত্যয় কেনেডি হত্যার কয়েক হাজার নথির সন্ধান পেয়েছে এফবিআইন আয়নাঘর অনেক পরিবর্তন করে ফেলা হয়েছে : আযমী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইউক্রেনের ২০১৪ থেকে হারানো এলাকা ফিরে পাওয়ার আশা 'অবাস্তব' জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা ১৪০০ জন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৭ দিনের রিমান্ডে জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ ‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা বন্ধ হয়ে যাচ্ছে যমুনা সেতুতে ট্রেন চলাচল, এখন থেকে ট্রেন চলবে যমুনা রেল সেতু দিয়ে

হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছেছেন আজহারী, মানুষের ঢল

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এ সময় তাকে একনজর
  • আপলোড সময় : ১৮ জানুয়ারী ২০২৫, বিকাল ৫:২৯ সময়
  • আপডেট সময় : ১৮ জানুয়ারী ২০২৫, বিকাল ৫:২৯ সময়
হেলিকপ্টারে লালমনিরহাট পৌঁছেছেন আজহারী, মানুষের ঢল
ঢাকা থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর  রহমান আজহারী। এ সময় তাকে একনজর দেখতে লাখো মানুষের ঢল নামে। তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে ফুলেল তোরা প্রদান করেন মাহফিলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম।

আজ শনিবার ( ১৮ জানুয়ারি ) দুপুর দেড়টার দিকে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছান তিনি।

এদিকে সকাল থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী আলোচকরা।

এছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

মাহফিলে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।

ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে ঐতিহাসিক এ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। তিনি বলেন, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। তিনি লালমনিরহাট প্রবেশ করা মাত্র আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত  তদন্ত (ওসি) বাদল কুমার বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে। এছাড়াও সাদা পোশাকেও টহল অব্যাহত রয়েছে।

‘আমরা আশা রাখছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই মাহফিল সম্পন্ন হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী যারা দায়িত্বে রয়েছেন তারাও আন্তরিকতার সাথে কাজ করছে’, জানান ওসি বাদল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প

গাজার নিয়ন্ত্রণ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প