যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিন উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার ২০ জানুয়ারি বিকাল ৩টা থেকে দুই ঘণ্টা ওই উৎসব হবে বলে আয়োজকদের দুজন শরাফ সরকার ও টুটুল আহমেদ জানিয়েছেন।
আয়োজকরা বলছেন, কোরআন, বাইবেল, গীতা ও ত্রিপিটক পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হবে, যেখানে দলমত নির্বিশেষে সকলেই থাকবেন। সেখানে ট্রাম্পের প্রেসিডেন্সির সাফল্য কামনা করা হবে।