বিএনপির মতবিনিময় সভায় পরিচয়ে সপ্তম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জে চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানার বিরুদ্ধে। এ ঘটনায় জেলাসহ পুরো উপজেলায় আলোচনা ও সমালোচনার ঝড় বয়ছে।
বলাৎকারের শিকার শিশুটি (১৩) স্থানীয় সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় (১২ জানুয়ারি) বিকেলে অভিযুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাকে ৭২ ঘন্টার মধ্যে জবাবদিহি দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বলাৎকারের শিকার ওই শিশুটির সঙ্গে মোবাইলের খুদেবার্তায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানার পরিচয় হয়। এই সূত্রে শনিবার বিকেলে বাজার এলাকায় স্থানীয় বিএনপির একটি মতবিনিময় সভা চলাকালে সেখানে তাদের সঙ্গে দেখা হয়। পরে ওই দিন রাত ১১টার দিকে শিশুটিকে জরুরি কথা আছে বলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে যায় জুয়েল। এরপর সেখানে একটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকারের করার অভিযোগ উঠে।
এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের ফিরিয়ে দেন।
অভিযুক্ত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা এমন ঘটনার কথা অস্বীকার করে বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দেন তিনি।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বলাৎকারের বিষয়টি লোক মুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।