ক্যালিফোর্নিয়ার দাবানলের নিয়ন্ত্রণে পানির সমস্যার বিষয়টির স্বাধীন তদন্ত চেয়েছেন সেখানকার গভর্নর। ওদিকে দাবানল আক্রান্ত প্যাসিফিক প্যালিসেইডও ইটন এলাকায় রাত্রিকালীন কারফিউ দেয়া হয়েছে। আগুনের কারণে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
Just two days ago, Trump had said that if Hamas didn’t release their captives, they would turn the entire Middle East into hell.
— Syed Hasan Imam Zaidi (@Syed_1109084) January 9, 2025
And now, nature itself has turned America into a living hell.#LosAngelesFire #California #Gaza #LosAngeles #CaliforniaWildfires #PalisadesFire… pic.twitter.com/iRCGaNbqCV
লস এঞ্জেলস পুলিশ প্রধান ম্যাকডনেল এক সংবাদ সম্মেলনে বলেছেন শুধু অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকেই অনুমতি দেয়া হবে। এছাড়া যেসব অধিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে গেছে বিপজ্জনক পরিস্থিতির কারণে এখনই তাদের না ফেরার অনুরোধ করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে পুলিশ ওইসব এলাকা থেকে কিছু ব্যক্তিকে আটক করলেও লুটপাটের জন্য কাউকে আটক করা হয়নি।
ওদিকে বাতাস আরও তীব্র হওয়ার পূর্বাভাস থাকায় আগুন আবারো ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।লস এঞ্জেলস সিটি মেয়ার কারেস ব্যস শহরের অধিবাসীদের তার কর্মকর্তাদের ওপর আস্থা রাখার অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি আক্রান্ত এলাকা যতটা সম্ভব পরিদর্শন করবেন ও অধিবাসীদের সঙ্গে কথা বলবেন। প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
ট্রাম্পকে পরিদর্শনের আমন্ত্রণ গভর্নরের
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে ক্যালিফোর্নিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দাবানলের ঘটনা রাজনীতিকরণ না করার জন্য মি. ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া চিঠিতে ঘটনাস্থলে এলে ভয়াবহ বিপর্যয় দেখতে তাদের সঙ্গে যোগ দেয়ার জন্য মি. ট্রাম্পের প্রতি অনুরোধ করেন।
"আমাদের অবশ্যই কোন মানবিক বিপর্যয়কে রাজনীতিকরন করা উচিত নয়। কিংবা ভুল তথ্য ছড়ানোও উচিত না," নিউসন লিখেছেন। ওই চিঠিতে তিনি বলেন- হাজার হাজার আমেরিকান তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং তারা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতির দ্রুত উত্তরণ ও পুনর্গঠনে 'আমাদের সর্বাত্মক চেষ্টাই তারা ডিজার্ভ করে'। এখন পর্যন্ত কমপক্ষে দশ হাজার ঘরবাড়ি ও অন্য স্থাপনা দাবানলে ধ্বংস হয়ে গেছে।
১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত
লস এঞ্জেলস কর্তৃপক্ষ দাবানলের ঘটনায় এখন পর্যন্ত এগার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।এর মধ্যে পাঁচজন পালিসেইডস এলাকায় আর বাকী ছয় জন ইটনের আগুনের মারা গেছে। আলটাডেনা, মালিবু, প্যাসিফিক পালিসেইডস ও টোপাঙ্গায় এসব মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে মাত্র তিনটি ঘটনায় মৃতদেহের অংশবিশেষ পাওয়া গেছে। তবে তাদের কোন পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।