ঢাকা | |

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট অচল

হঠাৎ ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:১৬ সময়
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট অচল
হঠাৎ ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে সকল ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ঘন কুয়াশায় নৌ-পথের দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন ছিল। কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা অত্যন্ত ঘন হয়ে ওঠায় চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এর ফলে মাঝ নদীতে চারটি এবং দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি আটকে রয়েছে। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীদের ভয়াবহ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো: সালাউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪