ঢাকা | |

বিলবাওকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

ফ্লিকের চিন্তা ছিল কঠিন প্রতিপক্ষ আতলেতিক বিলবাওকে নিয়ে। শেষ ১৫ ম্যাচে অপরাজিত থেকে বার্সেলোনার বিরুদ্ধে নেমেছিল তারা। তবে
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৫, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৫, দুপুর ১১:২৩ সময়
বিলবাওকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
ফ্লিকের চিন্তা ছিল কঠিন প্রতিপক্ষ আতলেতিক বিলবাওকে নিয়ে। শেষ ১৫ ম্যাচে অপরাজিত থেকে বার্সেলোনার বিরুদ্ধে নেমেছিল তারা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার জ্বলে উঠলেন বার্সার তরুণ তুর্কিরা। জেড্ডায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ২-০ গোলে আতলেতিক বিলবাওকে হারাল বার্সেলোনা। গোল করলেন গাভি ও লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণ শানায় বার্সেলোনা। ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে প্রথম গোল তুলে নেয় কাতালান ক্লাবটি। রাফিনিয়া ও কুবার্সি নিজেদের মধ্যে পাস খেলে বল বাড়ান ওভারল্যাপে ওঠা বালদেকে। বক্সে ঢুকে তাঁর বাড়ানো মাপা মাইনাস থেকে গোল করতে ভুল করেননি গাভি। চোটের জন্য প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। এই ম্যাচে তাঁকে পাওয়া গিয়েছিল চেনা ছন্দে। আতলেতিক বিলবাও আক্রমণের সুযোগ তৈরি করলেও গোল পায়নি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভালো সেভ করেন বার্সার গোলকিপার সেজ়নি।

দ্বিতীয়ার্ধেও খেলার গতি প্রকৃতি পাল্টায়নি। ৫২ মিনিটে আসে দ্বিতীয় গোল। গাভির বাড়ানো বল পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন লামিনে ইয়ামাল। তবে কিছুক্ষন পরেই ইয়ামালকে তুলে ফার্মিন লোপেজকে নামান হ্যান্সি ফ্লিক। সদ্য চোট সারিয়ে ওঠায় ইয়ামালকে নিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি। বিলবাওয়ের হয়ে পরিবর্ত হিসেবে নামেন তারকা উইঙ্গার নিকো উইলিয়ামস। তিনি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বার্সার দুর্গ অক্ষত রাখেন সেজ়নি। ৮৬ মিনিটে বিলবাওয়ের একটি গোল বাতিল হয় অফসাইডের জন্য। ম্যাচ শেষ হয় ২-০ ফলেই।

অন্যদিকে দানি ওলমো এবং পাউ ভিক্টরের রেজিস্ট্রেশন নিয়ে চলা সমস্যাও মিটে গিয়েছে, দলের সঙ্গেই ছিলেন তারা। এই জয় তাঁদেরকেই উৎসর্গ করেছেন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ‘ম্যাচের আগেই এই সুখবর আসায় বাড়তি উদ্দীপনা নিয়ে খেলতে নেমেছিল দল। ওলমো এবং ভিক্টরের জন্য এই ম্যাচ জিততে চেয়েছিলাম আমরা।’ ১০ তারিখ অপর সেমিফাইনালে নামছে মায়োরকার বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে এল ক্লাসিকো দেখার আশায় ফুটবলপ্রেমীরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪