ঢাকা | |

৩৩ দিন পর কর্মস্থলে ফিরলেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার

ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ কর্মস্থলে ফিরে গেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৫, দুপুর ৩:৩৮ সময়
৩৩ দিন পর কর্মস্থলে ফিরলেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ কর্মস্থলে ফিরে গেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে এক মাস তিনদিন পর তিনি রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী কমিশনে যোগদান করেন। এর আগে, গত ৫ ডিসেম্বর এক সংক্ষিপ্ত নোটিশে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।


সূত্রে জানা গেছে, ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন গত ২ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা হামলা ও ভাঙচুর চালায়।


এ সময় বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। 


ভারতের এ পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।


আরও জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।


আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের। তিনি যমুনা নিউজকে বলেন, আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর সেখান থেকে ভিসা ইস্যুসহ কনস্যুলার সেবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে কবে নাগাদ ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট