জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টার দেওয়া টাইম ফ্রেমের মধ্যে হবে বলে জানিয়েছেন গৃহায়ণ গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গনে জুলাই বিপ্লবে জেলার নিহত পাঁচ শহীদ পরিবার কর্তৃক আদালত চত্বরে নির্মিত জুলাই স্মৃতি সংযোগের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
এসময় আদিদুল রহমান বলেন, জানুয়ারিতে সংস্কার কমিটির প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের পরামর্শ নেওয়া হবে। এরপর নির্বাচন কমিশনের নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে।