ঢাকা | |

পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) তিনি পদত্যাগের
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৫, সকাল ৯:১০ সময়
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছবি : সংগৃহীত

নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর রয়টার্সের।


জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তিনি ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে চাপে পড়েন তিনি। দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন ট্রুডো। বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পেয়েছে। বিরোধীরা তো বটেই তার নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠছিল।


আগামী অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন। তার পদত্যাগে বড় ধরনের সংকটে পড়লো তার দল লিবারেল পার্টি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট