অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে দশ দিন পর সচল হতে শুরু করেছে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের অক্ষত দপ্তরগুলো। সেই সঙ্গে কর্মকর্তাদের যাতায়াতও স্বাভাবিক হতে শুরু করেছে। ৭ নম্বর ভবনে দায়িত্বগত একজন পুলিশ কর্মকর্তা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চম তলা পর্যন্ত কার্যক্রম সচল করা হয়েছে। পঞ্চম তলা থেকে উপরের দিকের অংশ এখনো বন্ধ রাখা হয়েছে।
দশ তলা ওই ভবনের পঞ্চম তলায় রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের একাংশ, অর্থ মন্ত্রণালয়। চতুর্থ তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তৃতীয় তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।