ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে কারণে ক্ষুব্ধ হয়ে টিম হোটেল ছাড়েন ধোনি সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং-কর্মীদের কোন এলাকায় কত বেতন, জানাল অর্থমন্ত্রণালয় বিচার বিভাগ সংস্কার শিগগিরই: উপদেষ্টা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্র সচিব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব: ফারুক বৈঠকে সন্তুষ্ট না, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত সাকিবের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু ভুল নয়, বিশ্বাসঘাতকতাও: প্রেস সচিব পোষা বিড়ালকে মোবাইলে কী দেখালেন তারেক রহমান?

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪টি মামলায় রায় বহাল থাকবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪টি মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ।
  • আপলোড সময় : ৫ জানুয়ারী ২০২৫, দুপুর ১১:৪৭ সময়
  • আপডেট সময় : ৫ জানুয়ারী ২০২৫, দুপুর ১১:৪৭ সময়
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪টি মামলায় রায় বহাল থাকবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪টি মামলায় হাইকোর্টের দেয়া রায় বহাল থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ। রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিলটি খারিজ করে এই রায় দেন।

এর আগে, গত ২৩ অক্টোবর তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি মামলা বাতিল করে রায় দেয় হাইকোর্ট। পরে গতকাল হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ রাষ্ট্রপক্ষের আপিল শুনানি নিয়ে এই আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বাতিলের প্রতিক্রিয়ায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কারসার কামাল বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলাগুলো করা হয়েছিল। যা আপিল বিভাগের রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমণ্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ