ঢাকা | |

দেশে নতুন ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে : মির্জা ফখরুল

দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই
  • আপলোড সময় : ৫ জানুয়ারী ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৫ জানুয়ারী ২০২৫, সকাল ৯:১২ সময়
দেশে নতুন ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে : মির্জা ফখরুল ছবি : সংগৃহীত
দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করবো না। আজকে সবখানে বৈষম্য হয়েছে, দূর্নীতি হয়েছে। বৈষম্য ও দূর্নীতি দূর করে জনগনের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌরমিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সবসময় জ্ঞান ভিত্তিক রাজনীতি চর্চা করতে হবে। ছাত্রদের পড়াশোনা করতে হবে ও দেশের এবং পরিবারের কিভাবে উন্নয়ন হয় সেই ভাবে কাজ করতে হবে। তোমাদেরকে দেশের উন্নয়নে অংশগ্রহন করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধংস্ব করে দিয়েছে আর জিয়াউর রহমান শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের জন্য অনেকগুলো উদ্দ্যোগ নিয়েছিলেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য তিনি চ্যারিটি করেছিলেন যেটি এখনো রয়েছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে। দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সাথে অর্থনৈতিক ব্যবস্থাকেও ধংস্ব করেছে। আজকে তোমাদের আন্দোলন ও জনগনের আন্দোলন শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এখন দেশে একটি নতুন সম্ভাবনার দাড় উম্মোচন হয়েছে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী,জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস সহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, বিস্ফোরণ, নিহত ৪