ঢাকা | |

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন তো সাইম আইয়ুব?

পাকিস্তান নিজেদের খানিকটা দুর্ভাগা ভাবতেই পারে। শেষ কিছু দিনে দলের সেরা পারফর্মার ছিলেন সাইম আইয়ুব। সেই তিনি গতকাল
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৫, সকাল ৮:৪০ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৫, সকাল ৮:৪০ সময়
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন তো সাইম আইয়ুব? ছবি : সংগৃহীত
পাকিস্তান নিজেদের খানিকটা দুর্ভাগা ভাবতেই পারে। শেষ কিছু দিনে দলের সেরা পারফর্মার ছিলেন সাইম আইয়ুব। সেই তিনি গতকাল চোট নিয়ে ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফি আর এক মাস পরই মাঠে গড়াবে। তাই তাকে সে টুর্নামেন্টে পাওয়া নিয়েও জেগেছে শঙ্কা।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি, এটা নিশ্চিত। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ফিল্ডিংয়ের সময় সাইম গোড়ালিতে চোট পান। সেশনের পর তাকে স্ক্যান করানো হয়।

সেখানে বলা হয়, ‘আজ বিকেলে সাইমের এক্স-রে এবং এমআরআই টেস্ট করা হয়েছে। রিপোর্টগুলো লন্ডনে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে পরবর্তী পরামর্শ এবং পুনর্বাসন সময় নির্ধারণের জন্য।’

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সপ্তম ওভারে। মোহাম্মদ আব্বাসের একটি ফুল লেংথ ডেলিভারি রায়ান রিকেলটন পাঠিয়ে দেন থার্ড ম্যান অঞ্চলে, সেখানে চার বাঁচাতে সাইম আর আমির জামাল এগোতে থাকেন। জামাল বাউন্ডারি লাইনের কাছ থেকে বল ফেরত পাঠালেও সাইম ভারসাম্য হারিয়ে পড়ে যান।

২২ বছর বয়সী সাইম চোট পাওয়ার পরপরই চিকিৎসা পান এবং মাঠ ছাড়তে বাধ্য হন। তার চেহারায় তীব্র যন্ত্রণা ফুটে উঠেছিল।

সাইমের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিত নয়। তবে পাকিস্তানের সামনে ঠাসা সূচি থাকায় এটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো টেস্টের সিরিজ আছে পাকিস্তানের। এরপর দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আছে, ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজিত হবে পাকিস্তানের মাটিতে। সেই সব সিরিজে তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

সাইম আইয়ুব পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন শেষ কিছু দিনে। অস্ট্রেলিয়ার সাদা বলের সফর থেকে তিনি দারুণ ফর্মে আছেন। এই সময়ে তিনি ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি এবং একটি ফিফটি করেছেন। টি-টোয়েন্টিতে একটি অর্ধ-শতক করেছেন, যার মধ্যে একটি ছিল অপরাজিত ৯৮ রানের ইনিংস।

তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও জিতেছেন। তার ছিটকে যাওয়ায় বেশ বড় ধাক্কাই খেল পাকিস্তান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট

ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট